আক্রমণাত্মক শুরুর পর শরীফুলের জোড়া আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:৩৬ পিএম
আক্রমণাত্মক শুরুর পর শরীফুলের জোড়া আঘাত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমেই টাইগার বোলারদের ওপর চড়াও হন কিউই ওপেনার ফিন অ্যালেন ও রাচীন রবীন্দ্র। দুই ওপেনারকেই ফেরান পেসার শরীফুল ইসলাম।

২৪ বলে ৪১ রান করেন অ্যালেন ও ১২ বলে ১৭ রান করেন রবীন্দ্র। 

ষষ্ঠ ওভারেই ৫০ রান করে ফেলেন তারা। ৬ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৫৮ রান করেছে সফরকারীরা। 

বাংলাদেশ

নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড

ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, জ্যাকব ডাফি।

Link copied!